বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চড়আউলিয়াপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান, বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ছাদেকুল আরেফিন, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোহাম্মদ ইউনুস, পুলিশ সুপার বরিশাল মো. মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।
উপস্থিত ছিলেন- বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. গোলাম কিবরিয়াসহ বিভাগীয়, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হকসহ জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা।
এর আগে বাকেরগঞ্জ সিনামহল হইতে গোবিন্দপুর বাজার ১৯ কিলোমিটার দৈর্ঘ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ খান সড়ক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ খান তুলাতলা ব্রিজের নামফলকও উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।