১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে বাংলার বীর সেনারা আজ বরিশালে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ ২ আগস্ট রবিবার দুপুর দেড়টার দিকে বরিশাল মহানগরীর চাঁদমারী মসজিদ সংলগ্ন চত্বরে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফরাজীর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে সালাম প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন এর পক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আলী সুজা। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ. এম. জি কবির ভুলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিনে বিকেল ৫ টায় বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড রুপাতলী এলাকার প্যাদা বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে সালাম প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন এর পক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বী। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ. এম. জি কবির ভুলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম রাষ্ট্রীয় সালাম ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, তাঁরা দুজনেই বার্ধক্যজনিত কারণে আজ ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com