সিটি নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। হাটছে কঠোর পথে। নির্বাচনকে কেন্দ্র করে দলের চেয়ারপার্সনের মুক্তি আন্দোলন যেন থমকে না যায় সে নতুন নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক কথায় বরিশাল মহানগর আওয়ামী লীগের দেখানো পথে হাটছে বিএনপি। আর তা হল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগরীর ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক কাউন্সিলর পদে নির্বাচন করতে পারবেন না। অনেক আগেই বরিশাল মহানগর আওয়ামী লীগে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আর গতকাল তা অনুসরণ করল বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত মহানগর বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি এড. মজিবর রহমান সরোয়ার।
সাংগঠনিক মতবিনিময় সভায় মজিবর রহমান সরোয়ার ৩০টি ওয়ার্ড সভাপতি- সম্পাদকদের বলেন, তারপরও যদি কেউ কাউন্সিলর নির্বাচন করতে আগ্রহী থাকেন তাহলে অতিশীঘ্রই পদত্যাগপত্র মহানগর বিএনপির কাছে জমা দেয়ার আহবান জানান।
সরোয়ার বলেন, একদিকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন অন্যদিকে আগামী সিটি নির্বাচন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য মহানগরীর ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকরা নিজেরাই যদি প্রার্থী হয় তাহলে দলের মেয়র প্রার্থীর নির্বাচনের প্রচারনায় প্রভাব পরতে পারে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে সকল ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম দুর্বল ও নেতৃত্বে সংকট রয়েছে ঐ সকল ওয়ার্ড কমিটিগুলো দ্রুত সংস্কার করার জোর তাগিদ দেয়া হয়। সভায় নেতৃত্বে সংকট ও দলীয় কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদারের তীব্র সমালোচনা করেন ওয়ার্ড বিএনপির উপস্থিত অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এক পর্যায়ে ২১নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা এবং ৩০নং ওয়ার্ড বিএনপি’র কমিটি পূন:গঠনের নির্দেশ দেন সভাপতি মজিবর রহমান সরোয়ার। মেয়র পদ নিয়েও কথা বলেন সরোয়ার। তিনি বলেন তৃণমূল নেতা কর্মীদের সাথে আলোচনা করেই মেয়র পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবে তা ঠিক করা হবে। সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com