শামীম আহমেদ ॥ পূর্ব শত্রুতার জেরধরে এক খামারির হাঁসের খামারে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বিষ প্রয়োগ করায় ১১০টি হাঁস মারা গেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা গ্রামের।
ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ অধিকারীর পুত্র রনজিত অধিকারী জানান, ধারদেনা করে নিজের মাছের ঘেরের সাথে তিনি হাঁসের খামার গড়ে তোলেন।
অন্যান্যদিনের মতো মঙ্গলবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে সে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খামারে গিয়ে ১১০টি হাঁস মৃত অবস্থায় দেখেন।
রনজিত অভিযোগ করেন, পূর্ব শত্র“তার জেরধরে প্রতিপক্ষের লোকজনে তার খামারের হাঁসের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, ফলে সেই খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে।