সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসবা কার্যালয় বরিশাল এর আয়োজনে, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সমাজসেবার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে মুজিব কর্নার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এসময় তিনি দৃষ্টি প্রতিবন্ধী দের মাঝে ব্রেইল পদ্ধতির কোরআন শরীফ বিতরণ করেন। পরিশেষে দৃষ্টি প্রতিবন্ধী দের মাঝে সাদাছড়ি বিতরন করা হয়।