বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ

:
: ৫ years ago

সাদাছড়ি ব্যবহার করি নিরাপদে পথ চলি এই স্লোগান নিয়ে আজ ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায়। অমৃত লাল দে কোম্পানি লিমিটেড ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশাল এর সহযোগিতায়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা শাখা বরিশাল এর আয়োজনে, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাসচিব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং সভাপতি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা, মোঃ আইয়ুব আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, মোঃ মোশারেফ হোসেন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আল-মামুন তালুকদার, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল, মনিরুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, ম্যানেজার ইস্পাহানি আই হসপিটাল বরিশাল জেলা শাখা, আলী আশরাফ, এক্সিকিউটিভ অফিসার অমৃত লাল দে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রনজিত মন্ডল, সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা, মোঃ মনিরুল ইসলামসহ দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার দৃষ্টি প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। আলেচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।