প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০১৯, ৩:২৮ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিরাপদ মানসম্মত পণ্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৫ মার্চ শুক্রবার সকাল ১০ টায় কনজ্যমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহযোগিতায়, জেলা প্রশাসন, বরিশাল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে।
বরিশালে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বরিশাল অশ্বিনী কুমার হল থেকে সার্কিট হাউসে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি পুলিশ কমিশনার বরিশাল, মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোশারফ হোসেন বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশাল, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম পিপিএম, উপ-পরিচালক (উপসচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, খন্দকার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক (ক্যাব) বরিশাল, হিরোন কুমার দাস মিঠুসহ বিভিন্ন অতিথি বৃন্দরা, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com