মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মার্চ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মোটর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ফিতা কেটে মটর শোভাযাত্রা এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। মটর শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে শেষ হয়। পরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), উপ-পরিচালক (উপসচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, খন্দকার আনোয়ার হোসেন, বিভিন্ন অতিথিরাসহ ক্যাব এর সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com