মোঃ শাহাজাদা হিরা: গতকাল ৫ জুন সকাল ১০ টায় অশ্বিনী কুমার হলে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজন বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উদযাপন করা হয়। এসময় বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনা মোঃ শহিদুজ্জামান। পরিবেশ দুষনের হাত থেকে আমাদের এ বিশ্বকে বাচাঁনোর অঙ্গীকার নিয়ে প্রতিবছর দিবসটি পালিতহয়ে আসছে।এ বছর দিবসটির পতিপাদ্য হচ্ছে, আসুন প্লাস্টিক দুষন বন্ধ করি। এবছর শ্লোগান হচ্ছে প্লাস্টিক পুনঃব্যবহার করি না পারলে বর্জন করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরিফিন বাদল, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বরিশাল।
অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুজ্জামান, বিভাগীয় কমিশনার বরিশাল, বিশেষ অতিথি ছিলেন মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক বরিশাল, গোবিন্দ রায়, বন সংরক্ষক কোষ্টাল সার্কেল বরিশাল, সাগত বক্তব্য প্রদান করেন এ,এইচ,এম,রাসেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী প্রতিবছর ৫ জিন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। জীবন ও জীবিকার টেকসই নিরাপত্তার জন্য সবুজ পরিবেশ ও পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে। ধরিত্রীতে প্রায় ৮.৭ মিলিয়ন প্রজাতির জীবের আবাসস্থল বলে ধারনা করা হয় যার বেশীরভাগই জলজ। অনেক প্রজাতি প্রকৃতির বিভিন্ন ঘটনায় বিলুপ্তির শিকার হয়েছে।
১৯৫০ সাল থেকে প্লাস্টিক উৎপাদন শুরু হবার পর থেকে বিশ্বব্যাপী ৯.১ বিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন করা হয়েছে। তুলনা করলে উৎপাদনের পরিমান ৯০,০০০টি অইফেল টাওয়ারের ওজনের সমান। এর মধ্যে ৯ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহৃত হয়েছে ১২ শতাংশ পোড়ানো হয়েছে বাকি ৫.৬ বিলিয়ন প্লাস্টিক বর্জ্য হিসেবে সমুদ্র বা ভুমিতে ফেলা হয়েছে যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। যা আমাদের জন্য হুমকি। এই গবেষণা তথ্যে আরো অনেক কিছু উঠে এসেছে। আসুন আমরা সবাই আমাদের পরিবেশ রক্ষ্যয় সচেতন হই এবং অন্যকে সচেতন করি। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com