বরিশালে বিশ্ব নদী দিবসের মানববন্ধনে নদী দখলমুক্ত করতে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৫ years ago

ধান-নদী-খাল এই তিনে বরিশাল তাই বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদী সহ জেলার সকল নদীকে দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। “নদী একটি জীবন্ত সত্বা এর আইনী অধিকার নিশ্চিত করন” নদীর জায়গা নদীকে ছেড়ে দিন নদীকে তার প্রবাহমান গতিতে এনে দিন এবারের এই প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১১ টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদ, বরিশাল জেলা কমিটির আয়োজনে কীর্তনখোলা নদীর তিরে ডিসি ঘাট সংলগ্ন এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আহবায়ক, রনজিৎ দত্ত। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিআইডব্লিউটি’এর নদী-বন্দর উপ-পরিচালক, আজমল হুদা মিঠু সরকার, সনাক সভাপতি, শাহ্ সাজেদা, সরকারী মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ, আঃ মোতালেব, মানবাধিকার জোট সভাপতি, ডাঃ সৈয়দ হাবীবুর রহমান, উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গীর কবির, লিংকন বাডৈই, বরিশাল মহিলা পরিষদ সম্পাদক, পূস্প চক্রবর্তী, হাসিনা বেগম নিলা প্রমুখ।

এসময় বিভিন্ন সংগঠন বিশ্ব নদী দিবস উপলক্ষে নদীর জন্য সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরিবেশ আন্দোলন, নদী রক্ষা আন্দোলন, নদী বাঁচাও আন্দোলন, পরিবেশ আইনবীদ সমিতি বেলা, টিআইবি, রান, ড্যাম, প্রান্তজন, বিডি ক্লিন, এসএনডিসি, বন্ধু মেলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠন।