বরিশালে বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরিক্ষার দাবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মানববন্ধন করে শিক্ষাথীরা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

২৯ জানুয়ারি ২০২৩ বিকাল ৪.৩০ মিনিটে মহাত্মা অশ্বিনীকুমার টাউন হল চত্ত্বরে ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের প্রধান দুই সংগঠক আলভী মাহমুদ ও মোহাম্মদ সানিকে আটক করার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে মানবন্ধনের আয়োজন করা হয়। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জান্নাতুল ফেরদৌস আন্না, সাগর মিত্র,ভূমিকা সরকার, বিএম কলেজ শাখার সংগঠক সালাম বাবর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ প্রমুখ।

বক্তারা বলেন,বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার বিধান পুনর্বহালের দাবিতে ছাত্রদের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করতে একের পর এক আক্রমণ চালাচ্ছে প্রশাসন। গত ২৩ জানুয়ারি সেকেন্ড টাইমের দাবিতে প্রেসক্লাবে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। ছাত্ররা সকল হামলা নির্যাতনের মুখেও তাদের আন্দোলন চলমান রাখে। এই আন্দোলন দমন করতে গতকাল দুপুর ১ টায় আলোচনার জন্য ডেকে আন্দোলনকারী দুই শিক্ষার্থীকে আটকে রাখা হয় এবং আজকে মিথ্যা মামলা দিয়ে কোর্টে তোলা হয়।

বক্তারা আরও বলেন, গত বছর ছাত্রলীগের সাথে হওয়া ছাত্র অধিকার পরিষদের মারামারির মিথ্যা মামলায় দুই আন্দোলনকারীকে ফাসানো হয়েছে। শিক্ষার্থীদের নায্য দাবীর আন্দোলনে রাষ্ট্রের এই খড়্গহস্ত হয়ে ওঠা দেখে বোঝা যায় উচ্চশিক্ষার ধারণা এবং এর মর্মবস্তুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির শিক্ষাকাঠামো প্রণয়নে শাসকগোষ্ঠী কতখানি মরিয়া।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে রাষ্ট্রীয় ফ্যাসিবাদের চূড়ান্ত প্রকাশ হলো এধরণের ঘটনা। আন্দোলন বানচাল করতে শিক্ষার্থীদের কোনরূপ কারণ ছাড়াই আটকে রাখা এবং মিথ্যে মামলা দেয়া সমস্ত আইন ও নাগরিক অধিকার পরিপন্থী। অবিলম্বে আটককৃত দুই শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের অধিকার রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।