আসুন গ্রন্থাগারের বই পড়ি সবাই মিলে আলোকিত মানুষ গড়ি’ এই শ্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি মঙ্গবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বরিশালের আয়োজনে বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়।
র্যালি শেষ বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগার সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ আফরোজা বেগম, অধ্যক্ষ, বানাবীপাড়া ডিগ্রি কলেজ বরিশাল, মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, মোঃ সহিদুল ইসলাম, লাইব্রেরি ইনচার্জ, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বরিশাল, এ ছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে গণগ্রন্থাগার সেমিনার কক্ষে মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com