স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আজ ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বরিশাল নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি সার্কিট হাউস চত্বর থেকে নগরীর সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। সেখানে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান" শীর্ষক সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, জেলা সিনিয়র দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। মিছিল ও সমাবেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ অংশ নেয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com