বরিশালে বিভাগীয় গ্রন্থাগারের আয়োজনে শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

:
: ৫ years ago

জাকারিয়া আলম দিপুঃ আজ ৩১ আগস্ট বিকাল ৪ টায় বরিশাল নগরীর বিএম কলেজ রোডস্ত বিভাগীয় সরকারি গ্রন্থাগার বরিশাল এর আয়োজনে গ্রন্থাগার সেমিনার কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল,  গ্লোবাল ইউনিভাসিটি বাংলাদেশ’র ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম, বরিশাল ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাসিবুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দুটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।