বরিশালে বিপুল পরিমাণ জাল দলিলসহ চার প্রতারক আটক

:
: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ বরিশালে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সামগ্রী ও সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকেআটক করেছে পুলিশ। বুধবার বরিশাল নগরী এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে
তাদের আটক করা হয়।

বুধবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বরিশাল পুলিশ লাইনে ইন
সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলুহার
গ্রামে অভিযান চালিয়ে জাল দলিল তৈরির হোতা মুহুরী আবদুল মন্নান
তালুকদারকে আটক করে বানারী থানা পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি
অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল
চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে গোয়েন্দা
পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের
স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক শো সিল,
ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্ট, ডেথ সার্টিফিকেট, ১৯০০ সাল
থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ষপঞ্জিকা, রোটারি জাল কাগজ সহ অনান্য
কাগজপত্র জব্দ করা হয়েছে।

এদের মধ্যে বাবুল চৌকিদার মেহেন্দিগঞ্জের আলিমাবাদ গ্রামের মোঃ আবুল
হোসেন চৌকিদারের ছেলে, শাহজাহান হাওলাদার উজিরপুরের কেশবকাঠী
গ্রামের মৃতঃ আঃ রহিম হাওলাদারের ছেলে ও  নজর আলী মৃধা আগৈলঝাড়া
উপজেলার মৃতঃ রহিম উদ্দিন মৃধার ছেলে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে বলেও জানান সাইফুল ইসলাম।