বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মৎস্য বিভাগের সহায়তায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে ৩টি নদী থেকে ১০টি অবৈধ মশারী জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারী জাল এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে তারা। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ছাড়াও পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা করেন।
জাঁটকাসহ দেশীয় প্রজাতীর ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com