বরিশালে কিশোর-কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাকেরগঞ্জের মুহাম্মদিয়া ফাজিল মাদরাসার সভাকক্ষে বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম আয়োজনে এ সভা হয়।
অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় নারীপক্ষের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের সচিব ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম ও গারুরিয়া ইউনিয়ন পরিষদ সচিব ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহিলা কল্যান সংস্থার পরিচালক কাওছার পারভীন। সভা সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম বরিশালের সমন্বয়কারী স্বেচ্ছাসেবক ময়ূরী আক্তার টুম্পা।
উপস্থিত বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিনামূল্যে সেবা দেওয়ার হচ্ছে।
কিন্তু সেই সেবাগ্রহিতার সংখ্যা খুবই কম। এক্ষেত্রে কিশোর-কিশোরীদের সংখ্যা হতাশাজনক। তাই সুন্দর আগামী গড়তে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে।
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে প্রচার অভিযান করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর যাতে কোনো প্রকার সহিংসতা না ঘটে সেজন্য আমাদের প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।