উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক বিধবা নারীকে মোবাইল ফোনে কু-প্রস্তাবসহ বিভিন্ন সময় উত্তক্ত করায় গনধোলাইয়ের শিকার হয়েছে লম্পট।
স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের ফারুক গোমস্তা(৪০) ওই গ্রামের এক বিধবা নারীকে প্রায়ই মোবাইল ফোনে অশ্লিল ভাষা, ক‚-প্রস্তাবসহ বিভিন্ন ভাবে উত্তক্ত করতো।
এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ১১টার দিকে নারীলোভী ফারুক গোমস্তা বিধবা নারীর ঘরের সম্মুখে গিয়ে মোবাইল ফোন করে তাকে ক‚-প্রস্তাব দিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয়। বিষয়টি বিধবার ছেলে জানতে পেরে স্থানীয় লোকজন নিয়ে তাকে ধরে ফেলে এবং গনধোলাই দেয়।
অভিযুক্ত ফারুক স্থানীয় লোকজনের পায়ে ধরে মাপ চেয়ে শেষ বারেরমত পার পেয়ে যায়। এলাকার একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন ফারুক গোমস্তা একাধিক নারী কেলেঙ্কারী ঘটনার সাথে জড়িত রয়েছে। তার কু-কৃতির মাত্রা চরমে পৌছছে।
অভিযুক্ত ফারুক গোমস্তা বিষয়টি স্বীকার করে বলেন তার ভ‚ল হয়েছে, আর কখনো এহেন কাজে লিপ্ত হবেননা। এদিকে নারীলোভী ফারুক গোমস্তার বিরুদ্ধে বিচারের দাবীতে ফুঁেস উঠেছে এলাকাবাসী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com