প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০১৯, ১১:৩০ অপরাহ্ণ
বরিশালে বিএম কলেজে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত
আজ ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় বিএম কলেজ সংস্কৃতিক পরিষদ এর আয়োজনে। সরকারি বিএম কলেজ মুক্তমঞ্চে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে দিনভর নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সংস্কৃতিক পরিষদ সুমন দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক গ্রুপ থিয়েটার ফেডারেশন বাসুদেব ঘোষ, সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল মিন্টু কুমার কর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ বি এম কলেজ বরিশাল আল আমিন সারওয়ারসহ সংস্কৃতির পরিষদের সদস্য, বিএম কলেজে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
দিনভর অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে অনুষ্ঠানে শুরুতে আলোচনা সভা শেষে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন অতিথিরা পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com