বরিশালে বিএমপি হেডকোয়ার্টার্সে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সদস্যদের কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে তুলতে একটি ল্যাব তৈরি করেছে। যেখানে প্রতিনিয়ত পুলিশ সদস্যরা কম্পিউটার বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে ওপর প্রশিক্ষণ নেবেন।

রোববার এই কম্পিউটার ল্যাবটি উদ্বোধন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. সালেহ উদ্দিন আহম্মেদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) খান মুহাম্মদ আবু নাসের প্রমুখ।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন- কম্পিউটার ল্যাবটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাইবার ক্রাইম রোধেও সহায়ক ভুমিকা রাখবে। প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত বিভিন্ন শিক্ষা দেওয়া হবে। বিএমপির আইসিটি অ্যান্ড মিডিয়া ইউনিটের কর্মীরা তাদের প্রশিক্ষণ দেবেন। প্রয়োজনে রাজধানী থেকে বিশেষজ্ঞদের এনেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কম্পিউটার ল্যাবটি এক সাথে শতাধিক পুলিশ সদস্য প্রশিক্ষণ দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।’