বরিশালে বিএনপির গণসমাবেশে চিকিৎসা দিচ্ছে ড্যাব

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে বিএনপি’র সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকবৃন্দ।

সমাবেশস্থলে চিকিৎসাসেবার জন্য অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ক্যাম্প থেকে চিকিৎসকরা গ্যাস্ট্রিক, গলাব্যথা ও পানি শূন্যতার ওষুধ বিনামূল্যে দিচ্ছেন। এ ছাড়াও রক্ত পরীক্ষা ও প্রেসার মাপা হচ্ছে ক্যাম্পে। ক্যাম্পে প্রাথমিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ড্যাব নেতারা।

ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ড্যাবের কেন্দ্রিয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. রাকিবুজ্জামান জানান, বুধবার থেকেই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, দূর থেকে আসা নেতাকর্মীদের মধ্যে অনেকেই পানি শূন্যতায় ভুগছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।