বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান শেখ জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস আশোকাঠি বাসস্ট্যান্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলালের (মাহিন্দ্রা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পরিবহনের অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর আড়াআড়ি হয়ে পড়ায় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com