বরিশালে বাসের সুপারভাইজারকে মারধর, সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বরিশালে অতিরিক্ত যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসের সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে নজরুল নামে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী যাত্রীরা। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসে অতিরিক্ত যাত্রী ওঠাতে টিআর ট্রাভেলসের সুপারভাইজারকে নিষেধ করেন ট্রাফিক সার্জেন্ট মো. নজরুল। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠালে ওই বাসের বিরুদ্ধ মামলা করার কথাও জানানো হয়। তখন মামলা না দিতে ট্রাফিক সার্জেন্ট নজরুলকে অনুরোধ করেন বাসের সুপারভাইজার সুজন। এতে ক্ষিপ্ত হয়ে সুজনকে ট্রাফিক সার্জেন্ট মারধর করেন বলে অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেসময় তীব্র যানজটে যাত্রীবাহী বাসসহ অন্য যানবাহন আটকে থাকে। বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এসে ঘটনায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেয়।

বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে বসে ঘটনার সুষ্ঠু সমাধান করবো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই। গাড়িচালক ও সুপারভাইজার সুজনের মধ্যে উচ্চবাচ্যের একপর্যায় তিনি আহত হয়েছেন। ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করায় অবরোধ হয়েছে। সূত্র: জাগোনিউজ