‘অক্সিজেনের অভাবে ঝরে যাবে না কোনো প্রাণ’- প্রত্যয়ে চালু হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অক্সিজেন ব্যাংকে আরও চারটি অত্যাধুনিক কনসেন্ট্রটর যুক্ত করা হয়েছে। আমেরিকা প্রবাসী চিকিৎসক ও গবেষক বরিশালের সন্তান মো. আনায়ারুল হক তার বন্ধুদের সহায়তার অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো দিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর ফকির বাড়ি রোডের বাসদ কার্যালয়ে ডা. আনোয়ারুল হকের বোন বরিশাল ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো বাসদ নেতাদের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদের বরিশাল জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যরা।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, কনসেন্ট্রটর মেশিনে রিফিল বদলানোর প্রয়োজন হয় না। শুধু বিদ্যুৎ থাকলেই বাতাস থেকে অক্সিজেন নিয়ে সরবরাহ করে। অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনগুলো বরিশালে এই প্রথম আনা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com