শামীম আহমেদ ॥ খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের উপর নির্বিচারে পুলিশী হামলার বিচারের দাবী সহ গ্রেফতারকৃত আন্দোলন নেতা জনার্দন দত্ত নান্টু, এফ,এ রসিদ, মিজানুর রহমান সহ ১৪ শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।
আজ মঙ্গলবার (২০ই) অক্টোবর সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর সদররোডে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
বরিশাল বাম গণতান্ত্রিক জোট সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, ট্রেড ইউনিয়ন নেতা এ্যাড, একে আজাদ, ডাঃ মনিষা চক্রবর্তী, দেওয়ান আঃ রসিদ নিলু, শাহ আজিজুর রহমান ও ইমরান হাবীব রুমন প্রমুখ।
অবিলম্ভে আটককৃত শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে দেশব্যপি কঠোর আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে হুসিয়ারী দেন বক্তরারা।
তারা আরো বলেন সরকার আজ ভারতকে খুশি রাখতে নিজের দেশের সোনালী আশের ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে ভারতের পাটকলের বাজার বাচিয়ে রাখতে আমাদের পাটকলগুলো বন্ধ করার মাধ্যমে হাজার শ্রমিকদের বেকার করে দিচ্ছে শুধু মাত্র ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com