প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০১৯, ১০:৪৬ অপরাহ্ণ
বরিশালে বাবুগঞ্জ উপজেলায় ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১১২ এর শুভ উদ্বোধন।

আজ ১৭ আগস্ট শনিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিদ্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন বাবুগঞ্জের সহযোগিতায়। বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
স্কুল প্রতিষ্ঠাতা, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, মোঃ দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বাবুগঞ্জ, সুজিত হাওলাদার। বিশেষ অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, আজিয়র রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ বাবুগঞ্জ, কাজী ইমদাদুল হক দুলাল, বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ, এস, এম, ফারুক, সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ, নুসরাত জাহান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আবদুল লতিফ মজুমদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুগঞ্জ, এস. এম. খালেদ হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা স্কুলের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরে নব নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন অতিথিবা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com