বরিশালে বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাবুগঞ্জ এর আয়োজনে। উপজেলা পরিষদ বাবুগঞ্জ এর সম্মেলন কক্ষে। কৃষি প্রণোদনা কর্মসূচি রবি/২০১৯-২০ অর্থ-বৎসর বরিশাল জেলার ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুর্নবাসন বাবদ ভুট্টা, মুগ ও বসত বাড়ি ও এর আশেপাশে সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টা, সরিষা ও মগ ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ বরিশাল সুজিত হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল হরিদাস শিকারী, সহকারি কমিশনার (ভূমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা বাবুগঞ্জ মুহাম্মদ মরিয়ম, চেয়ারম্যান ৫ নং রহমতপুর ইউনিয়ন সরোয়ার মাহমুদসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর, কেদারপুর, দেহেরগতি, চাঁদপাশা, রহমতপুর ও মাধবপাশা ৬ টি ইউনিয়নে ৪৯০ জন কৃষকদের মাঝে। ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ ডাল, শীত কালীন মুগ ডাল এর পাশাপাশি ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। একজন প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ২ কেজি ভুট্টার বীজের সাথে ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১ কেজি সরিষার বীজের সাথে ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ৫ কেজি শীত কালীন মুগ ডালের বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ ডালের বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। বিতরণের পূর্বে অতিথিরা বীজ ও সার বিতরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করেন।