বাবুগঞ্জের সুগন্ধা নদীতে বিলীন কার্পেটিং সড়ক ও তৎসংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার বিকেলে তিনি নদী ভাঙন কবলিত রাকুদিয়া এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষণিক ৩০ লাখ টাকা জরুরি বরাদ্দের ঘোষণা করেন এবং ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় তার সঙ্গে বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার, উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বাবুগঞ্জের সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে উপজেলার নতুন হাট-রাকুদিয়া সড়কের সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের সম্মুখের প্রায় দেড়শো ফুট কার্পেটিং সড়ক দেবে গিয়ে নদীতে আছড়ে পড়ে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজেসহ দেহেরগতি এবং কেদারপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলার দুই ইউনিয়নে চলাচলের প্রধান রাস্তাটি নদীতে ভেঙে পড়ায় চরম বিপাকে পড়ে অর্ধলক্ষাধিক মানুষ।