বানারীপাড়ায় সদর ইউনিয়নে পুলিশ-জনতার ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া-উজিরপুর’র সিনিয়র সার্কেল এএসপি মোঃ আকরামুল হাসান। তিনি তার তার বক্তৃতায় মাদক,জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে পুলিশকে সহযোগিতার আহবান জানান।এসময় তিনি এসব বিষয়ে ইসলাম,হিন্দু ও খ্রিস্টান ধর্ম নিয়ে বিষদ আলোচনা করেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খলিলুর রহমান।
এসআই জুবাইর’র সঞ্চলনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা মাদক বিরোধী জোটের সভাপতি রাহাদ সুমন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশীল রায়,সম্পাদক উত্তম দাস,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সার্চ মানবাধিকার সোসাইটির উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান,ইউপি সদস্য আব্দুল্লাহ্ আল মামুন,সংরক্ষিত সদস্য সন্ধ্যা রানী প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুজন মোল্লা,মোঃ জাকির হোসেন ও যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম শাহিন। ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। এসময় ইউপি চেয়ারম্যান জলিল ঘরামী সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেই মাদক বিরোধী কমিটি করার ঘোষনা করেন । প্রসঙ্গত ওসি খলিলুর রহমান বানারীপাড়া থানায় যোগ দেয়ার মাত্র ৪০ দিনের মধ্যে সব অতীত রেকর্ড ভেঙ্গে মাদক মামলায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। এ স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন উপজেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জাকির বালী ও মাদক মামলায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাসেম বেপারী সহ ২০ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে। এদের বিরুদ্ধে ১৪টি মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৪০ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।এসব কারণে বানারীপাড়ায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com