বরিশালে বানারীপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।

:
: ৫ years ago

আজ ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন কালে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ী আবাসনে আজ আনুমানিক সারে নয়টার দিকে খেজুরবাড়ী আবাসনে আগুন লাগার ঘটনার খবর পেয়ে।

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে পল্লী বিদ্যুৎকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি এবং সকলের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ১০ টি ঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়। পুড়ে যায়ঘরের বিভিন্ন আসবাপত্র পুড়ে যায় মালামাল ক্ষতিগ্রস্থ হলেও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শুকনা খাবারের পাশাপাশি ২টি করে কম্বল বিতরণ করেন। শুকনা খাবারে ছিলো চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার, নুডুলস ১ প্যাকেট, চিড়া ২ কেজি, চিনি ১ কেজি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া, শেখ আবদুল্লাহ সাদিক। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।জেলা প্রশাসকের নির্দেশনায় পরবর্তিতে ত্রাণ বিতরণ করা হয়। আপাতত কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্থদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার।