মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি এবং অযথা আদালতের সময় নষ্ট করায় এক বাদীর বিরুদ্ধে মামলা করেছেন বিচারক।
বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম গত ২৫ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
বিচারক মো. মারুফ আহমেদ মামলা আমলে নিয়ে অভিযুক্ত মো. সালাউদ্দিনের বিরুদ্ধে সমন জারি করেছেন। সালাউদ্দিন গৌরনদীর কটকস্থল গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মো. সালাউদ্দিন ২৭ ফেব্রুয়ারি গৌরনদীর বার্থি ইউনিয়নের চার ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। আদালতের নির্দেশে গৌরনদী থানার ওসি তদন্ত করে মামলাটি মিথ্যা বলে তিনি প্রতিবেদন দেন।
সালাউদ্দিন ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানালে আদালতের নির্দেশে পুনরায় তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তাদের প্রতিবেদনেও মামলাটি মিথ্যে বলে জানানো হয়। কিন্তু বাদী সালাউদ্দিন ফের আপত্তি জানালে আদালত ১৯ এপ্রিল বাদীর আবেদন গ্রহণ না করে মামলা খারিজ করে দেন।