ভৈরবি রাগে, বাদ্যের তালে নৃত্য আর পিঠা-পুলির স্বাদে নাগরিক জীবনে ধরা দিলো বাঙালির চিরায়ত উৎসব নবান্ন।
তবে এবছরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কৃষকের মাঠের ধানসহ ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বরিশাল জেলা প্রশাসন আয়োজনে এবারের নবান্ন উৎসব ১৪২৬ বাতিল করা হয়েছ।
বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেন।
ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে বরিশাল জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।
১৬ নভেম্বর এবং বাংলা ১ লা অগ্রহায়ন নবান্ন উৎসব পালিত হয়ে থাকে।
কিন্তু বরিশালের কৃষকদের কথা চিন্তা করে জেলা প্রশাসন এই উৎসব বাতিল করেছে।