বরিশালে বাজারের ব্যাগে নবজাতকের লাশ, মুখে নিয়ে টানছে কুকুর!

লেখক:
প্রকাশ: ৫ years ago

শামীম আহমেদ :: রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাচেহড়া করছিল একটি কুকুর। সাধারণ পথচারীদের ধারানা ছিলো কোন বাসাবাড়ি থেকে হয়তো বা ব্যাগে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। কিন্তু একটু সামনে এগোতেই কুকুরের টানা হেচড়ায় ব্যাগ থেকে বেরিয়ে আসে নবজাতকের মৃতদেহ। তখন কুকুরটিকে ধাওয়া করে মৃতদেহটি রক্ষা করে পথচারীরা।

সোমবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকাধীন জিয়াসড়কে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনুমানিক একদিন বয়সের ওই নবজাতকের মৃতদেহ কেউ বাজারের ব্যাগের মধ্যে ভরে জিয়াসড়কের রাস্তার পাশে ফেলে গেছে। যা কুকুর টানা হেচড়া করছিলো।

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।