৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে সাহেবগঞ্জ নবনির্মিত উপজেলা ভূমি অফিসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাকেরগঞ্জ উপজেলা পরিষদ শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ সজল চন্দ্র শীল, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, সহকারী কমিশনার লাকী দাস, বাকেরগঞ্জ থানা ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক ফিতা কেটে ভূমি অফিসের নাম ফলকের শুভ উদ্বোধন করেন এবং এসময় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন। সেখান থেকে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরিশেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com