 
                                            
                                                                                            
                                        
বাকেরগঞ্জে মাদ্রাসার সুপারকে লাঞ্ছিতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারকে বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল মহানগর ও জেলা শাখা।
জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রী বরাবর এ স্মারকলিপিতে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানানো হয়।
উভয় স্মারকলিপি প্রদানকালে মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা মো. আবদুর রব, সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা সভাপতি কামেল কাওসার, সম্পাদক মাওলান ইব্রাহিম খানসহ সদস্যবৃন্দ।
এদিকে এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখা।
সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক শাস্তির আওতায় আনার দাবি জানান।