বরিশালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দর‌্যালী

:
: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক:: আজ ১০ জানুয়ারি দুপুর ২ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখা এর আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর কমিটির উদ্যেগে আনন্দর‌্যালী অনুষ্ঠিত হয়। নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ সদর রোড প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়

সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন দিক তুলে আলোচনা করেন। উক্ত কর্মসুচীতে নগরের কমিটির আওতাভুক্ত বিভিন্ন ইউনিট কমিটি অংশগ্রহন করে।

আনন্দর‌্যালীর প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর বাংলাদেশ মানবাধিকার কমিশন মাহমুদুল হক খান মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ডেপুটি গভার্নর ও মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা সভাপতি কাজী আল-মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।