বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান।
তিনি বলেন, আধা ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না উল্লেখ করে রবিউল বলেন, বাসের সব সিট পুড়ে গেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, “যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, “যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com