আজ ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সহযোগিতায়, বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইকবাল খান চৌধুরী, চেয়ারপার্সন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাম চন্দ্র দাশ, বিভাগীয় কমিশনার বরিশাল, বিশেষ অতিথি ছিলেন মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, ড. মুহাম্মাদ মোশারফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল, এস, এম অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মোঃ খালেদ আবু নাছের, পরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অক্টোবর ২০১৬ হতে কমিশনের প্রারম্ভিক কার্যক্রম শুরু করেছে।
কমিশনের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক যোগসাজস, মনোপলি, ওলিগোপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড প্রতিরোধ নিয়ন্ত্রণ বা নির্মূলকরণ এবং উচ্চতর জ্ঞানভিত্তিক গবেষণাধর্মী এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর কমিশন গড়ে তোলা পরে কমিশন নিয়ে সকলের মাঝে আলোচনা করা হয়।