২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায়। নগরীর আরপিটিআই (সাবেক এফ, ডাব্লউ, ভি, টি, আই অডিটোরিয়াম কালীবাড়ি রোড বরিশাল। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বাংলাদেশ এর অর্থায়নে, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর আয়োজনে। বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ্ সার্ভে ২০১৭-১৮ বিভাগীয় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মহাপরিচালক (নিপোর্ট) সুশান্ত কুমার সাহা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ শ্যামল কুমার মন্ডল, অধ্যক্ষ এফ ডাব্লউ ভি টি আই গাজী শামছুল আলম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, পরিচালক পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল ডাঃ জসীম উদ্দিনসহ আরো উপস্থিত রয়েছেন চিকিৎসক, আরএইচপি, এফপিএবি এবং উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) বরিশাল এর নব নির্মিত একাডেমিক ভবন এবং হোস্টেল ভবন এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মহাপরিচালক (নিপোর্ট) সুশান্ত কুমার সাহা। পরে অতিথিরা বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ্ সার্ভে ২০১৭-১৮ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।