বরিশালে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বরিশাল জেলা “মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সকল সদস্যদের নিয়ে সারা দেশব্যাপী গঠিত একটি সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)। উক্ত সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,তারই ধারাবাহিকতায় অনান্য জেলার ন্যায় বরিশাল জেলায় ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় মানুষদের মুখে একটু হাসি ফুটানোর জন্য বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা,কালুখান সড়ক, বটতলা বাইতুল মামুর মসজিদ এলাকা, ভাটার খাল, আবহাওয়া অফিস সংলগ্ন বাঘিয়ায় ও কালুশাহ সড়ক, বাংলাবাজার এলাকায় দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে-বরিশাল সদরে উল্লেখিত স্থানগুলোতে সামাজিক দূরত্ব বাজায় রেখে ৩০ টি গরিব,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চিনিগুড়া চাল,সেমাই,চিনি,গুঁড়ো দুধ,সাবান বিতরণ করে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিল বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম বরিশাল জেলার আহবায়ক রোজিনা বেগম, যুগ্ম আহবায়ক সৈয়দা সাবিকুননাহার তুবা, যুগ্ন সদস্য সচিব মোঃ মাহফুজুর ইসলাম, সদস্য জান্নাতুল সিনথিয়া,মোঃ সাব্বির আমিন, মোঃ জাহিদ ইরফান সহ আরো অনেকে, সার্বিকভাবে সহযোগীতা করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এম এ করিম পাটোয়ারী।

অসহায় পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করছি মাত্র-বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম সংগঠনের সকল সদস্যবৃন্দ সব সময়ই গরীব,দুস্থ,কর্মহীন,অসহায় খেটে খাওয়া মানুষের মানুষের পাশে থাকতে চায়।

সবাই যাতে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পায় দোয়া করি। ভবিষ্যতেও যে কোন দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থাকবো।