প্ল্যান বহিঃর্ভূতভাবে নির্মিত বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ।
শনিবার (২ মার্চ) বেলা ১১টায় নগরের লাইন রোডে হাজী আলতাফ হোসেন তালুকদারের নির্মাণাধীন ১১ তলা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নিময় বহিঃর্ভূতভাবে নির্মাণ করা ভবনের ওপরের অংশে ১০ ও ১১ তলা ভেঙে দেওয়ার কার্যক্রম শুরু করে বিসিসির উচ্ছেদ শাখার কর্মীরা। পাশাপাশি ভবনটির নিচতলায় রাস্তা দখল করে নির্মাণ করা সিঁড়িও ভেঙে ফেলা হয়েছে।
বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিচুজ্জামান জানান, পার্শ্ববর্তী পাঁচতলা ভবনের মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে ওই ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
১১ তলা ওই ভবনটি নয়তলা পর্যন্ত প্ল্যান অনুমোদন রয়েছে। কিন্তু ভবন মালিক অবৈধভাবে আরও দুইতলা নির্মাণ করে। এ কারণে অতিরিক্ত এবং অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com