নানা আয়োজনে বরিশালে উদ্যাপিত হচ্ছে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব।
আজ শনিবার সকাল ৭টা নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে উদীচী শিল্পীগোষ্ঠি প্রভাতি অনুষ্ঠান এবং সিটি কলেজ প্রাঙ্গনে চারুকলা লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বর্ষবরন উৎসবের শুভ সূচনা করে।
এরপর সদ্য বাংলাদেশী নাগরীকত্ব পাওয়া লুসি হল্ট একটি শিশুকে রাখি বন্ধন পড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল (২) আসন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল (৩) আসন সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়াকার্স সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মো. টিপু সুলতান, বরিশাল মহানগর সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. গোলাম আব্বাস চেীধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, মুক্তিযোদ্দা আক্কাস হোসেন, বরিশাল জেলা জাসদ সাধারন সম্পাদক এ্যাড. আ. হাই মাহাবুব, অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার। রাখি উৎসব শেষে সকাল ৮টায় সিটি কলেজ প্রাঙ্গণ থেকে নগরীতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা।
এসময় বাংলার ঐতিহ্য বাঘ, ময়ুর পেচাঁসহ বিভিন্ন প্রানীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কলেজ প্রাঙ্গণে শেষে করে।
অপরদিকে বিএম স্কুল প্রাঙ্গণে প্রভাতি অনুষ্ঠানমালা, ঢাক ও রাখি উৎসব শেষে সকাল সাড়ে ৮টায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ও বরিশাল নাটকের সহযোগীতায় নগরীতে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় র্যালিতে পুলিশ কমিশনার সহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ক্ষিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেয়।
এদিকে সকালে জেলা প্রশাসনে উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণে বৈশাখী উৎসব পালন সহ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী উৎসব মঙ্গল শোভা যাত্রার র্যালিতে অংশ নেয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বরিশাল বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, বরিশাল বিসিসি নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, জেলা সমাজ সেবা প্রবেশন অবিসার সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা মঙ্গল শোভা যাত্রার র্যালিতে অংশ নেয়।
বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে সিটি কলেজ মাঠে চারুকলার রয়েছে দুই দিনের লোকজ সংস্কৃতিক উৎসব আর বিএম স্কুল মাঠে উদীচী শিল্পগোষ্ঠী রয়েছে তিন দিনের বৈশাখী মেলা।
বৈশাখী উৎসবকে ঘিড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল শব্দাবলী গ্র“প খিয়েটার আয়োজন করেছে দুই দিন ব্যাপি অনুষ্ঠান। এছাড়াও বর্ষবরন উপলক্ষে শহাদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে অমৃত লাল দে চিত্রাংকন ও চারুকলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। বরিশাল শিশু সংগঠন খেলা ঘড় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আয়োজন করেছে শিশুদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারো বর্ষবরণ ও বৈশাখী উৎসবে বরিশালে সকল অনুষ্ঠানে পান্তা,আলু,মরিচ ভর্তা রাখা হলেও বর্জন করা হয়েছে ইলিশ।
পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে পোষাকী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ (ডিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে।