বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৯ উদযাপন

:
: ৫ years ago

বয়সের সমতার পথে যাত্রা এই স্লোগান নিয়ে আজ ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখার আয়োজনে, অশ্বিনী কুমার হলে।

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা ও প্রবীণ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখা, ডাঃ মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক অমৃত লাল দে ফুড এন্ড কোং লিমিটেড বরিশাল, বিজয় কৃষ্ণ দে, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আল-মামুন তালুকদার, সভাপতি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল, ডঃ মোঃ ইসতিয়াক হোসেন, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখা, মোঃ আবদুর রশিদ মুনশীসহ বিভিন্ন অতিথি বৃন্দারা এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখার সদস্য উপস্থিত ছিলেন। অতিথিরা আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা করেন। পরে তিনজন প্রবীণ কে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

পুরস্কার প্রাপ্তরা হলেন ডঃ মোঃ ইউনুস আলী প্রবীণ হিতৈষী সম্মাননা, মোঃ জাহাঙ্গীর সিকদার মমতাময় মাতৃভক্তির সেরা দৃষ্টান্ত সম্মাননা, ফাতেমাতু জান্নাহ মমতাময়ী মর্মস্পর্শী সেবাদান সম্মাননা। পরে ১৫ জন প্রবীণের মাঝে অনুদানের চেক প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।