গাছ লাগান পরিবেশে বাচাল, গাছের কোন বিকল্প নেই। আজ ২৫ জুলাই বিকাল ৪ টায়। সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপকূলীয় অঞ্চল বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়। বিভাগীয় বৃক্ষমেলা-২০১৯ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সার্কিট হাউজ বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। ১৫ দিন ব্যাপি বিভাগীয় বৃক্ষমেলার র্যালিতে উপস্থিত ছিলেন জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস, ডি.আই.জি বরিশাল রেঞ্জ, মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বন সংরক্ষক কোস্টাল অঞ্চল বরিশাল, গোবিন্দ রায়, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল বরিশাল, কৃষিবিদ সাইনুর আজম খানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। র্যালি শেষ প্রধান অতিথি ফিতা কেট, বেলুন ফেস্টুন, পায়রাউড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেন।