প্রতিদিনই একটি ডিম, পুষ্টিময় সারাদিন এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায়। বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায়, বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সভাপতি জেলা প্রশাসক বরিশাল এর নেতৃত্বে বিশ্ব ডিম দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মিলনায়তনে গিয়ে শেষ হয় পরে সেখানে বিশ্ব ডিম দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল, ডাঃ মোঃ আব্দুস সবুর, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগ ডাঃ মো হুমায়ুন শাহীন খান, ডিন এনিম্যাল সায়েল্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ পবিপ্রবি ড. মোঃ আহসানুর রেজা, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডাঃ মোঃ নুরুল ইসলামসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com