সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই এই স্লোগান নিয়ে আজ ১১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায়। বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায়, বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বিশ্ব ডিম দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মিলনায়তনে পরে সেখানে বিশ্ব ডিম দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল, ডাঃ কানাই লাল স্বর্ণকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ আনোয়ার সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, অতিরিক্ত সিভিল সার্জন বরিশাল, ডাঃ মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডাঃ মোঃ নুরুল ইসলামসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।