বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এই স্লোগান নিয়ে আজ ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল ও গণপূর্ত বিভাগ বরিশাল এর আয়োজনে, দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বসতি দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন।

সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বরিশাল, জেড়ান্ড অলিভার গুডা।

উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ, ডাঃ মোঃ আবদুর রহিম, নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরিশাল, শরীফ মোঃ জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।