বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

লেখক:
প্রকাশ: ৩ years ago

আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন। আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশালের আয়োজনে, একাডেমী অস্থায়ী কার্যালয় বরিশাল অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমী বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, সহসভাপতি জেলা আওয়ামিলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বরিশাল প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সনাক সভাপতি অধ্যাপীকা শাহ সাজেদা, সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল কাজী মিরাজ মাহমুদ, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ প্রফেসর খন্দকার অলিউর ইসলাম, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশীদ মকসুদসহ বরিশাল শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী, অভিবাবক, প্রশিক্ষণার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।