আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন। আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায়, জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশালের আয়োজনে, একাডেমী অস্থায়ী কার্যালয় বরিশাল অডিটোরিয়ামে । বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমী বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশীদ মকসুদ । বিশেষ অতিথি ছিলেন ডিসি সিটিএসবি বরিশাল ছালেহ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বরিশাল শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী, অভিবাবক, প্রশিক্ষণার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
পরের সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কেক কেটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে শিল্পকলা একাডেমির চার বছর মেয়াদি কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে মনোজ্ঞা এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com