আজ ৮ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), উপ পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ, এস, এম, ফারুক, আঞ্চলিক পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল, প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ ব্রজমোহন কলেজ বরিশাল, প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, সহকারী পরিচালক জেলা উপ-আনুষ্ঠানিক, মোঃ জানে-ই-আলমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অতিথি বৃন্দরা, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।